ফুলেদের সাথে হয় নাকো কথা বহুদিন
কতোদিন দেখি না— মৌমাছির ডানায় পড়েছে
সুবাস-কোমল রোদ।
অথচ আমার মাথার ভেতরেই এতোদিন উড়ে বেড়াচ্ছে
একটা মৌমাছি।
ফুল না খুঁজে—
যা শতাব্দী ধরে খুঁজে ফিরছে— তোমাকে।
ফুলেদের সাথে হয় নাকো কথা বহুদিন।
তারপর সেদিন কথা হলে বুঝলাম,
তুমি ছিলে আসলে ফুল হয়েই।
তোমাকে খোঁজার ভুলে— কেটে গেল একটা
শতাব্দী।



