কী হতো যদি আমরা দুজন হতাম—
দুটি রঙিন পাখি?
চুপচাপ বসে থাকা, উড়ে যাওয়া স্নিগ্ধ পালক,
আর ডালের চূড়ায় খুনসুটি?
কী হতো যদি তুমি বলতে আমায়—
আজ নাহয় থেকে যাও নীড়ে,
যেও নাকো আমায় ছেড়ে,
ভয় লাগে যখন ঝড় উঠে,
আমি যে থাকি খুব একা পড়ে!
কী হতো যদি আমরা দুজন হতাম—
দুটি রঙিন পাখি?
শীতকালের উষ্ণতা, দুজন একসাথে জড়িয়ে থাকা,
আর ডালের চূড়ায় খুনসুটি?
কী হতো যদি আমরা হতাম— এক,
কী হতো, যদি সে বসন্ত না ফুরোত,
আর কেটে যেত সুখের—
বছর শতেক!