বাড়ির আঙিনায় বকুল ফুলের গাছটা
অযত্নেও কেমন বড় হয়েছে দেখেছো?
অথবা পেছনের বিশাল ধান ক্ষেতটা?
আম্রকানন, তুলসি, মাঠের পর মাঠে—
কেমন বৃক্ষ আর বৃক্ষ!
কখনো ভেবেছো কেন এ'মাটির কাছে
পাওয়া যায় হৃদয়ের ঘ্রাণ?
কেন এতোটা উর্বর এ'মাটি?
প্রিয়তমা,
কান পাতো মাটির 'পরে।
শোনো সব হৃদয়ের স্পন্দন।
আর শোনো সব স্পন্দনে
ছন্দিত একটাই স্বর—
মুক্তি।



