খোঁপা খুলো না, প্রিয়তি।
দরজা খোলো এসে।
চোখে চোখ রাখো,
এইখানে বসো পাশে।
শাড়ির আঁচলে
আমায় বাঁধো,
আরেকবার ভালোবেসে।
খোঁপা খুলো না, প্রিয়তি।
দরজা খোলো এসে।

খোঁপা খুলো না, প্রিয়তি।
দরজা খোলো এসে।
চোখে চোখ রাখো,
এইখানে বসো পাশে।
শাড়ির আঁচলে
আমায় বাঁধো,
আরেকবার ভালোবেসে।
খোঁপা খুলো না, প্রিয়তি।
দরজা খোলো এসে।
বাস্তবিক বিভাগের আরও কবিতা

বাড়ির আঙিনায় বকুল ফুলের গাছটা অযত্নেও কেমন বড় হয়েছে দেখেছো? অথবা পেছনের বিশাল ধান ক্ষেতটা? আম্রকানন, তুলসি, মাঠের পর মাঠে— কেমন বৃক্ষ আর বৃক্ষ! কখনো ...

চলো, একটা মাটির ঘরে থাকি। দেয়ালে দেয়ালে স্মৃতি মিশে থাকা কার্নিশে নাম-না-জানা গুল্ম বেয়ে ওঠা— একটা মাটির ঘরে থাকি। চলো, বিছিয়ে দেই এই প্রসস্ত উঠোনে— এ...

আমি চেয়েছিলাম, তোমার সজল চোখের মাসকারা হতে। ঠিক পাপড়ির উপরে— সূক্ষ্ম হাতে বোনা অজস্র সরলরেখা। মিশ্রিত কাজল কালোর মাঝে, আমাকে তুমি ঠিক খুঁজে পেতে। যেমন...
এই কবিতাটি kobita abriti, kobita abritti, নতুন কবিতা, কবিতা আবৃত্তি, আবৃতি, আবৃত্তি, Kobita, বাংলা কবিতা, কবিতা বিষয়ক।