দিবস পেরিয়ে, বিকেলের আলো নিভু নিভু করছে।
আমরা নাবিকহীন কোনো নৌকায়,
ভাসছি আলো-আঁধারে।
অপলক দৃষ্টিতে চেয়ে আছি,
তোমার চুলে গাঁথা পর্তুলিকায়।
আমাদের সামনে অস্তমিত সূর্য,
আর কী এক নদীর মধুরিমা!
বিস্তীর্ণ আকাশ সমান দেখার ইচ্ছে থাকলেও,
তুমি ফিরলে না আমার দিকে।
কেবল সন্ধা-পাখিদের দিকে তাকিয়ে,
গুনগুনিয়ে উঠলে—
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।