চলো,
একটা মাটির ঘরে থাকি।
দেয়ালে দেয়ালে স্মৃতি মিশে থাকা
কার্নিশে নাম-না-জানা গুল্ম বেয়ে ওঠা— একটা
মাটির ঘরে থাকি।
চলো,
বিছিয়ে দেই এই প্রসস্ত উঠোনে— একটা
নরম শীতলপাটি।
হাতের উপরে হাত এঁকে দিয়ে,
তোমায়— আমায়— সব ভুলে গিয়ে
এই রোদের আদলে থাকি।
চলো,
একটা মাটির ঘরে থাকি।



