যখন তোমার বারান্দায় ফোটে নিশিপদ্ম,
বাইরে থাকে তারাভরা নিস্তব্ধ রাত,
বাতাসে লেগে থাকে তোমার চুলের সুবাস,
তুমি কি গালে হাত রেখে কখনো, ভাবো আমায়?
যখন তোমার কপালে থাকে গোলাপী টিপ,
চোখে থাকে অপ্রকাশিত মিশ্র অনুভূতি,
আর কপোল রাঙে হালকা লাজুক লালে,
তুমি কি আয়নায় চেয়ে কখনো, ভাবো আমায়?
যখন আকাশ ছেয়ে যায় কালো মেঘে,
দমকা হওয়ায় যখন হারাও নিজেকে,
বৃষ্টি যখন নামে তোমার তনু বেয়ে,
তুমি কি কখনো তোমার পাশে, ভাবো আমায়?
তুমি কি কখনো তোমার পাশে, ভাবো আমায়?