কিছু আকাশ বন্দী থাকুক, তোমার চুলের খোঁপায়,
যাতে রোদ এসে বলতে পারে— কিছু আলো ছড়াতে চাই।
কিছু অন্ধকার জমা হোক, তোমার ঠোঁটের কোণায়,
যাতে রাত এসে বলতে পারে— ছুঁতে চাই তোমায়!
কিছু শহর ডুবে যাক, তোমার চোখের মায়ায়,
যাতে কান্না এসে বলতে পারে— হারিয়েছি কোথায়?
কিছু সভ্যতা ছাঁই হোক, তোমার আঁচল তলায়,
যাতে জন্ম এসে বলতে পারে— ঠাই দাও আমায়!
কিছু স্বপ্ন মিশে যাক, তোমার পায়ের তলায়,
যাতে খোলা চোখ বলতে পারে— আরো দাও আঘাত!
প্রেম-অপ্রেম— সবকিছুই ধ্বংস হয়ে যাক,
তবু হৃদয় যাতে বলতে পারে— তুমি হও আমার!
তুমি হও আমার।