পল্লবী,
জীবনটা গল্পের মতো হলে কেমন হয়?
চাইলেই আকাশ থেকে বৃষ্টি ঝরানো যায়,
অথবা ধরো, সবুজ ঘাসের বিস্তীর্ণ প্রান্তরে,
তোমায় নিয়ে দিগ্বিদিক চলে যাওয়া যায়।
শীত এলে,
একই চাদরের নিচে বসে—
আকাশের পাখি গোনা যায়।
ছোট্ট চড়ুই এসে শুকনো ডালটায় বসলে—
তোমার চোখে চোখ রাখা যায়।
পল্লবী,
বয়স তো অনেক হলো,
শেষ সময়ে এসে ভাবি—
জীবনটা গল্পের মতো হলে কেমন হয়?



