নুপুরের শব্দ পাওয়া যায়।
এই সমুদ্র বালুকায়
তুমি হেঁটেছিলে একদিন।
রেখে গিয়েছিলে
তোমার দোদুল পায়ের চিহ্ন— অর্বাচীন
সিন্ধু মোহনায়।
তারপর চলে গিয়েছিলে দূরে।
অথবা হেঁটেছো—
অন্য কোনো তীরে।
তবু
তুমি তো জানো না প্রায়,
ঢেউ এলে
পায়ের চিহ্নে
নুপুরের শব্দ পাওয়া যায়।



