সকালের সহজ আলো তোমার গাল স্পর্শ করলে,
আমি বেশ চুপ হয়ে যাই।
খানিকটা আনমনে হয়ে ভাবি—
এমন শীতল সকাল পৃথিবীর ক'জনের'ই বা হয়?
যে হালকা বাতাস তোমাকে আলতো করে ছুঁয়ে দেয়,
তুমি জানো না, আমি তাকে করেছি বাক্সবন্দি।
আর কিছু না পেলেও,
তোমাকে ছুঁয়ে দেওয়া কিছু বাতাস না হয়,
থাকুক আমার হয়ে।
কোনো কোনো সকালে,
তুমি নীরব পায়ে চলে যাও, উঠোনের বাগানটায়।
ক্যামেলিয়া, চন্দ্রমল্লিকা, জুঁই, আর জবার মাঝে,
আমি খুঁজে পাই আরেকটা সদ্য ফোটা ফুল— তুমি।
তবু একদিন সকাল ফুরিয়ে, দিন আসে,
সহজ আলো একদিন হয় অসহনীয় প্রখর তাপ,
কিন্তু আমি খানিকটা আনমনে হয়ে'ই ভাবি,
এমন শীতল সকাল পৃথিবীর ক'জনের'ই বা হয়?