কৃষ্ণচূড়ার ডালে শালিক বসেনি বলে,
তোমার খুব আক্ষেপ।
তুমি চেয়েছিলে, ডালে ডালে ফুটুক কৃষ্ণচূড়া,
উজ্জ্বল লালে রাঙিয়ে যাক তোমার—
দু’চোখে দেখা সংক্ষিপ্ত আসমান।
সবুজ প্রান্তরে আর ফড়িং উড়ে না বলে,
তোমার খুব আক্ষেপ।
তুৃমি চেয়েছিলে, ক্ষেতে ক্ষেতে উড়ে যাক ফড়িঙেরা,
হলুদাভ ডানায় মিশে যাক তোমার—
কালরাতে দেখা দুঃস্বপ্ন।
তবু একদিন, কৃষ্ণচূড়ার ডালে বসে শালিক।
সবুজ প্রান্তরে ফড়িঙেরা আসে দল বেধে।
পৃথিবীর এইসব রঙে, আমি নেই বলে—
তোমার খুব আক্ষেপ।



