আচ্ছা, জীবনের মানেটা আসলে কী?
এইযে এতো এতো ব্যস্ততা, অজুহাত,
নিরন্তর ছুটে চলা, জানি না কোথায়,
এসবের মাঝে, হঠাৎ একদিন মনে হয়,
জীবনের মানেটা আসলে কী?
কোথায় যাচ্ছি, কোথায় যাবো, কোথায় হারাবো— জানি না।
কেবল যখন খোলা আকাশে ডানা মেলে উড়ে যায় একটা শঙ্খচিল,
তখন হঠাৎই মনে হয়,
জীবনের মানেটা আসলে কী?
চারদিকে এতো হাহাকার, বিদিশা, ঘোর অন্ধকার,
এসবের শেষ কোথায়, আমি সত্যিই জানি না,
কেবল যখন মৃদু হাওয়ায় প্রাণ ফিরে পায় কিছু অলকানন্দা,
তখন মনে প্রশ্ন জাগে,
জীবনের মানেটা আসলে কী?
আমরা কি কেবলই কিছু শূন্যতা?
আমাদের জীবনের যোগফল কি—
কেবলই কিছু শূন্য?
নাকি আমরা প্রত্যেকেই,
এক একটা নিজস্ব শূন্য?