একদিন চলো পুরো শহর ঘুরি,
শহরের আনাচে-কানাচে লুকনো,
মলিন দুঃখ কুড়িয়ে আনি।
চলো চেয়ে থাকি অপরিচিত
সব মানুষের দিকে।
হঠাৎ রাস্তায় পথশিশুর মাথায়,
হাত বুলিয়ে বলি—
তুমি কি,
হাঁটবে আমাদের সাথে?
একদিন চলো পুরো শহর ঘুরি,
পায়ে হেঁটে হেঁটে।
পুরনো বাড়ির দিকে চোখ পড়লেই,
চলো বসে পড়ি একসাথে।
নেইম-প্লেট খুঁজে চলো,
রেখে দেই আরেকটা নতুন নাম—
বেদনাকুঞ্জ।
একদিন চলো পুরো শহর ঘুরি,
অক্টোবর চলে যাওয়ার আগেই।



