তোমাকে খুঁজেছি আমি শ্বেত পাথরের দেশে,
গ্রীক দেবতা আর ধ্বংসস্তুপের আনাচে কানাচে,
তোমাকে খুঁজে খুঁজে আমি হয়েছি অন্তঃসারশূন্য,
কিন্তু শোনো প্রিয়তমা,
আমি আত্মা বাজী রেখে বলতে পারি,
প্রেম যদি গনতন্ত্র হতো— তবে তোমাকে আমি ঠিক খুঁজে পেতাম।
প্রেম যদি সংবিধান হতো— তবে তোমাকে আমি ঠিক খুঁজে পেতাম।
প্রেম যদি অধিকার কেড়ে নেওয়া মানুষের নীল হাহাকার হতো—
তবে তোমাকে আমি ঠিক খুঁজে পেতাম।
দুঃখ করো না প্রিয়তমা,
তোমাকে খুঁজে পেতে ব্যর্থ হওয়ায়,
তুমি বালিশে গাল পেতে কোনো এক রাতে,
স্তব্ধ কন্ঠে বলে উঠো— একটা কাপুরুষ!
অথবা আমার জন্যে জলরঙে আঁকা ছবিটা, ছুঁড়ে ফেলে দিয়ে বলো—
দরকার নেই এমন পুরুষের আমার!
কিন্তু বিশ্বাস করো প্রিয়তমা,
তোমাকে খুঁজেছি আমি স্বাধীনতার পাতায় পাতায়,
তোমাকে খুঁজেছি আমি যেখানেই পেয়েছি আশ্বাস।
আমি আত্মা বাজী রেখেই বলতে পারি,
প্রেম যদি গনতন্ত্র হতো— তবে তোমাকে আমি ঠিক খুঁজে পেতাম।
প্রেম যদি সংবিধান হতো— তবে তোমাকে আমি ঠিক খুঁজে পেতাম।