একদিন তুমি এসো।
হাতে আমার মায়ের দেয়া বালাটা পরে।
কপালটা খালি রেখো।
যাতে তুমি এলে,
আমি আসমানী রঙের চাঁদ টিপটা এঁটে দিতে পারি।
একদিন তুমি এসো।
শরতের শুরুতে।
সঙ্গে নিও দু’চারটা কবিতার বই।
মলাটে মলাটে স্বপ্ন এঁকে নিয়ে,
একদিন তুমি এসো।
তুমি এলেই, তীরে তীরে অসংখ্য কাশফুল ফুটে উঠবে।
তাই, শরৎ শেষের আগেই—
একদিন তুমি এসো।



