বহুদিনের বিষাদ দূর হয়ে,
একটা স্নিগ্ধ বিকেল আসুক।
শীত-শীত, কোমল, আচ্ছন্ন।
চায়ের কাপে ধোঁয়া উড়তে উড়তে,
একটা নিরব বিকেল আসুক।
যে বিকেলে, কবিতার শব্দের শেষে,
অবচেতন মনে—
তোমায় পাওয়া যায়।
আজ কতো বছর হয়,
একটা বিকেল আসে না।
তাই ঘোর কুয়াশায়,
প্রাণভরে শ্বাস নেওয়ার মতো,
একটা শীতল বিকেল আসুক।
আর নিয়ে আসুক তোমাকে।



